স্বপ্নের কাছাকাছি যাওয়া
মানুষকে তার স্বপ্নের কাছে যেতে 'এনাবল' করা
মানুষকে তার স্বপ্নের কাছে যেতে 'এনাবল' করা
মানুষের কাজ - ক্রিয়েটিভিটি
প্রতিদিনের কাজ করবে যন্ত্র
যন্ত্রের সাথে মানুষের যোগসূত্র
অডিও সিস্টেম এবং সেরা কিছু গান
মানুষের মধ্যে যোগাযোগ
কয়েক হাজার বছরে মানব সভ্যতা এগিয়েছে অনেক। উৎকর্ষতা, অপটিমাইজেশন এবং দক্ষতা হচ্ছে এই শতকের মূল মন্ত্র। সেটার প্রয়োজনে এসে যোগ দিয়েছে 'কৃত্রিম বুদ্ধিমত্তা'। মানুষের সহজাত বুদ্ধিমত্তার সাথে যান্ত্রিক বুদ্ধিমত্তার যোগসূত্র না থাকলে পরবর্তী শতকে যাওয়া দুস্কর। সবার জন্য যুতসই শিক্ষা, প্রযুক্তির সাথে মানবিক রাষ্ট্রের ধারণা, নতুন ড্রাগ ডিসকভারি, দুরারোগ্য রোগ থেকে মুক্তি, আরবান প্ল্যানিং, মাস ট্রানজিট সিস্টেম ম্যানেজমেন্ট, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো অনেকটাই যৌথ উদ্যোগ ডেটার সাহায্যে, এ মুহুর্তে। প্রযুক্তিগত উদ্ভাবনায় এসব কিছুই করা সম্ভব অল্প সময়ে। সেখানে আমরা পড়ে আছি অনেক পেছনে। অন্য দেশগুলো থেকে।
আগে যেই জিনিস করতে লাগতো কয়েক যুগ, সেটা লাগছে কয়েক বছর। এই ভ্যাকসিনের কথাই ধরুন। আমাদের দেশে একটা পাসপোর্ট, কিংবা একটা ক্লিয়ারেন্স, নামজারী, দলিল ইত্যাদি বানাতে কয়েকমাস লাগলেও হাতের নাগালের প্রযুক্তি সেটাকে দিতে পারে কয়েক ঘন্টায়। সরকারি/বেসরকারি সার্ভিস ঘন্টায় নামিয়ে আনতে পারলে মানুষের এক জীবনেই অনেক কিছু করা সম্ভব। তাহলে একটা মানুষকে "এনাবল" করা সম্ভব, তার স্বপ্নের কাছে যেতে। এক জীবনেই করতে পারতাম অনেক কিছুই। সেই দক্ষতা এবং উৎকর্ষের সন্ধানে নেমেছি আমি। এখন আমরা হয়তোবা বাঁচি ৭০-৮০ বছর, সেই তুলনায় আমারা যেতে পারতাম আরো দুরে। সেই দক্ষতা এবং উৎকর্ষের ধারণা নিয়ে আমার গল্প।