উৎকর্ষের সন্ধানে: কোথায় যেতে চাই আমরা?
কয়েক হাজার বছরে মানব সভ্যতা এগিয়েছে অনেক। উৎকর্ষতা, অপটিমাইজেশন এবং দক্ষতা হচ্ছে এই শতকের মূল মন্ত্র। সেটার প্রয়োজনে এসে যোগ দিয়েছে 'কৃত্রিম বুদ্ধিমত্তা'।
শুরু করিকয়েক হাজার বছরে মানব সভ্যতা এগিয়েছে অনেক। উৎকর্ষতা, অপটিমাইজেশন এবং দক্ষতা হচ্ছে এই শতকের মূল মন্ত্র। সেটার প্রয়োজনে এসে যোগ দিয়েছে 'কৃত্রিম বুদ্ধিমত্তা'।
শুরু করিমানুষকে তাঁর স্বপ্নের কাছে যাবার জন্য “এনাবল” করতে পারাটা একটা বিশাল কাজ। এতো মানুষের আকাঙ্খা এবং স্বপ্নকে ‘এনাবল’ করার জন্য প্রয়োজন সংযোগ।
সনাতন শিক্ষাপদ্ধতির পাশাপাশি নতুন ধরনের জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা পাল্টে দিচ্ছে পৃথিবীর অনেক বড় বড় দেশগুলোকে। যেই 'অভিযোজিত' শিক্ষাব্যবস্থা নিয়ে আমাদের আলাপ।
দেশের সবধরনের নাগরিক সুবিধা (ইগালিটারিয়ান ধারণা = পৃথিবীর সবাই সমান, তাই তাদের সুবিধাও সমান) সবার কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে - প্রাপ্যতার ভিত্তিতে। প্রযুক্তির ন্যায়বিচার।
৭০-৮০ বছরের মধ্যে প্রযুক্তির সহায়তায় সবাইকে "এনাবল" করতে পারলে - আমারা যেতে পারবো আরো দুরে। তবে, সেটা এখনও সম্ভব, প্রযুক্তির সাহায্য নিয়ে।
ডাটার ভবিষ্যৎ দেখার বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে এক ধরনের ‘অ্যান্টিসিপেটরি গভার্নমেন্ট’ তৈরি, অর্থাৎ মানুষ সামনের দিনের সমস্যাগুলোকে ঘটার আগেই সমাধান করার ধারণা।
মানবিক রাষ্ট্রের ধারণায় 'সামাজিক নিরাপত্তা বেষ্টনী'র সুবিধা বন্টন ব্যবস্থাপনা এবং সবার জন্য “সার্বজনীন নূন্যতম আয়” এর ধারণা। সঙ্গে টেকসই 'ঋণাত্বক' আয়করের ব্যবস্থাপনা।
দেশের কাজের অগ্রগতি/খরচের 'রিয়েলটাইম' ড্যাশবোর্ড পাল্টে দিতে পারে সামনের দিনগুলো। নীতিনির্ধারণীতে বসে থাকা মানুষগুলোর জন্য সঠিক সিদ্ধান্ত নেবার একটা বিশাল টুল।
সরকারের এবং বেসরকারি খাতে সেবাপদ্ধতি সহজীকরণ প্রসেস ম্যাপ বিশ্লেষণই পারে সব সেবাকে সহজীকরণ করতে। মানুষের সাহায্যে ডেটা এবং প্রসেস-ফ্লো নিয়ে কিছু কাজ এখানে।
সকলের জন্য নীতিমালা, সচ্ছতার ভিত্তিতে তৈরি করা সম্ভব 'কৃত্রিম বুদ্ধিমত্তা' দিয়ে। মানুষের ক্ষমতা (হিউম্যান ইন দ্যা লুপ) ছেড়ে দেয়া প্রয়োজন যন্ত্রের কাছে; মানুষের সাহায্যে।
আপনার প্রতিষ্ঠানের 'প্রসেস-ফ্লো'কে অপটিমাইজ করতে চাইলে আমাকে জানাতে পারেন।
যোগাযোগলিখছি দায়বদ্ধতা থেকে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে শিখেছি অনেক। চেষ্টা করেছি নীতিনির্ধারণীতে অনেক ইনপুট দিতে, ডাটা থেকে। সেই ইনপুট থেকে অনেক 'ইনফর্মড ডিসিশন' নিয়েছে রাষ্ট্র। সেগুলোর অনেক ফলাফল আছে চোখের সামনে। তবে, সরকারি সিস্টেম থেকে বের হয়ে যাব সামনের বছর। সেকারণে এই লেখালেখি, পরবর্তী প্রজম্মের জন্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, অসাধারণ একটা সময় কেটেছে এই ৩০ বছর। সৃষ্টিকর্তা চাইলে সামনে লিখবো আরও।
Posted November 4, 2020 by রকিবুল হাসান ‐ 0 min read